বাংলাদেশ ও বিশ্বপরিচয় |

শামীমা ইয়াসমিন, প্রভাষক রাজউক উত্তরা
 মডেল কলেজ উত্তরা, ঢাকা


পঞ্চম শ্রেণি : প্রাথমিক গণিত

 

 
১।   বিদ্যুৎ, গ্যাস, পানি কোন খাতের অন্তর্ভুক্ত?

     ক. সেবা খাত      

     খ. কৃষি ও বনজ         

     গ. শিল্প খাত     

     ঘ. সংরক্ষণ ও যোগাযোগ

২।   বর্তমান বিশ্ব কী নির্ভর?

     ক. মোবাইল       

     খ. শিক্ষা

     গ. শিল্প              

     ঘ. প্রযুক্তি

৩।   যখন মানুষ নিজে কিছু করতে পারে তখন সে কিসে পরিণত হয়?

     ক. রাষ্ট্রের শক্তিতে   

     খ. সমাজের শক্তিতে

     গ. ব্যক্তিগত শক্তিতে 

     ঘ. রাষ্ট্র ও সমাজের শক্তিতে

৪।   যে উৎস থেকে মত্স্য খাতে জাতীয় আয় বৃদ্ধি পাচ্ছে—

     i. অভ্যন্তরীণ

     ii. বৈদেশিক

     iii. সামুদ্রিক

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii    

     খ. ii ও iii

     গ. i ও iii   

     ঘ. i, ii ও iii

৫।   মানবসম্পদ বলা হয়

যাঁদের—

     i. যাঁরা শ্রম দিয়ে কাজ করেন

     ii. যাঁরা সম্পদশালী

     iii. যাঁরা মেধা দিয়ে কাজ করেন

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii      

     খ. ii ও iii

     গ. i ও iii   

     ঘ. i, ii ও iii

৬।   নারী উন্নয়নের লক্ষ্যে সরকারি কার্যক্রম হচ্ছে—

     i. নারীর অধিকার বৃদ্ধি করা

     ii. নারীনীতি বাস্তবায়ন করা

     iii. নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করা

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii   

ঘ. i, ii ও iii

৭।   দুস্থ নারী ও শিশুদের জন্য সমাজের মানুষের দায়িত্ব হতে পারে যা—

     i. বর্ণবৈষম্যহীন আচরণ করা

     ii. সাধ্যমতো সাহায্য করা

     iii. পুনর্বাসনের জন্য যথাসাধ্য চেষ্টা করা

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii    

খ. ii ও iii

গ. i ও iii   

ঘ. i, ii ও iii

৮।   বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রমের গতিধারা বোঝা যাবে—

     i. জিডিপিতে বৃদ্ধি বা কমা দেখে

     ii. জিএনপির বৃদ্ধি বা কমা দেখে

     iii. জিএনআইয়ের বৃদ্ধি বা কমা দেখে

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii     

খ. ii ও iii

গ. i ও iii    

ঘ. i, ii ও iii

 

উত্তরগুলো মিলিয়ে নাও

১. গ ২. ঘ ৩. ঘ ৪. খ ৫. খ

৬. ঘ ৭. ঘ ৮ ঘ

GO TOP