Class Five : General Science

জীব ও আমাদের পরিবেশ: |

পরিবেশ

জড় পরিবেশ ও জীব পরিবেশ কী কী থাকে তা তোমরা জান। জড় পরিবেশ নানাভাবে জীবের জীবনধারণকে প্রভাবিত করে। জড় পরিবেশে রয়েছে পাহাড়, জঙ্গল, পুকুর, নদী, সমুদ্র, গ্রাম, শহর, যেখানে বিভিন্ন জীব বাস করে। এ ছাড়াও আলো, বাতাস, তাপ, মাটি, আর্দ্রতাসহ পরিবেশের সমস্ত উপাদানের সাথে জীবের সম্পর্ক রয়েছে।

সালোকসংশ্লেষণ

উদ্ভিদের পাতায় সবুজ কণিকা রয়েছে। এই সবুজ কণিকা হচ্ছে ক্লোরোফিল, যা উদ্ভিদের খাদ্য তৈরিতে সহায়তা করে। উদ্ভিদ এই ক্লোরোফিলের সহায়তায় সূর্যের আলো ও পানির সাহায্যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। উদ্ভিদ এ খাদ্য নিজে ব্যবহার করে। প্রাণীও এই খাদ্যের উপর নির্ভরশীল। এর কারণ, প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। কাজেই পৃথিবীর সকল প্রাণী খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল।

 

সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরির সময় কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন বায়ুতে ছাড়ে। আবার প্রাণী শ্বাসকার্যে অক্সিজেন গ্রহণ করে ও কার্বন ডাই-অক্সাইড ছাড়ে। উদ্ভিদ ও প্রাণী কার্বন ডাই-অক্সাইড এবং অক্সিজেন এর জন্য একে অন্যের ওপর নির্ভরশীল। এভাবে উদ্ভিদ ও প্রাণী একে অপরের ওপর নির্ভরশীল।    

 

তোমার জান, সব প্রাণী মলমূত্র ত্যাগ করে। যখন কোনো প্রাণী মারা যায়, তখন সেগুলো মাটিতে মিশে গিয়ে মাটির উর্বরতা বৃদ্ধি করে। এগুলো উদ্ভিদের বাঁচার জন্য একান্ত প্রয়োজন। কীটপতঙ্গ, পাখি ইত্যাদির মাধ্যমে উদ্ভিদের পরাগায়ন ঘটে। এ ছাড়া অনেক প্রাণীর মাধ্যমে বিভিন্ন উদ্ভিদের বীজ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। অনেক উদ্ভিদ আছে যেগুলো বিভিন্ন প্রাণী এবং কীটপতঙ্গের আবাসস্থল। এসকল প্রাণী তাদের খাদ্যের জন্যও উদ্ভিদের ওপর নির্ভরশীল। এ থেকে বোঝা যায়, উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য কীভাবে একে অপরের ওপর নির্ভরশীল।

খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল

তোমরা লক্ষ করলে, উদ্ভিদ ও প্রাণী বিভিন্নভাবে একে অন্যের উপর নির্ভরশীল। লক্ষ করেছ কী- সব প্রাণীর বেঁচে থাকার জন্য শক্তি প্রয়োজন? এ শক্তি কোথা থেকে আসে?

 

তোমরা জান, শক্তির প্রধান উৎস সূর্য। উদ্ভিদের সবুজ পাতার ক্লোরোফিল সূর্যের আলোক শক্তিকে শোষণ করে পানি ও কার্বন ডাই-অক্সাইডকে ব্যবহার করে। এভাবে সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। প্রাণী তার খাদ্যের জন্য  উদ্ভিদের উপর নির্ভরশীল।

 

তুমি  যে তৃণ জাতীয় উদ্ভিদ দেখেছ তা কোথা থেকে খাদ্য উৎপাদন  ও সংরক্ষণ করে? উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে খাদ্য উৎপাদন করে ও তা সংরক্ষণ করে। ছোট ছোট প্রাণী এ খাদ্য খায়। আবার ছোট প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে বড় প্রাণী। এভাবেই পরিবেশে খাদ্য শৃঙ্খল তৈরি হয়। 

 

খাদ্যজাল

তোমার নিকট পরিবেশ পর্যবেক্ষণ করে তুমি এর মধ্যে অনেক খাদ্যশৃঙ্খল দেখতে পাবে। যেগুলো একটি অন্যটির সাথে সম্পর্কিত। পরিবেশে এটাই খাদ্যজাল নামে পরিচিত।

খাদ্যজাল

তোমার নিকট পরিবেশ পর্যবেক্ষণ করে তুমি এর মধ্যে অনেক খাদ্যশৃঙ্খল দেখতে পাবে। যেগুলো একটি অন্যটির সাথে সম্পর্কিত। পরিবেশে এটাই খাদ্যজাল নামে পরিচিত।

 

উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা

পরিবেশে উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণের প্রয়োজনীয় অপরিসীম। উদ্ভিদ ও প্রাণী থেকে আমরা খাদ্য ও ওষুধসহ আমাদের বেঁচে থাকার অনেক জিনিস পাই। আমাদের জীবনধারণের জন্য এগুলো অপরিহার্য। 

 

GO TOP